উপদেশ মূলক উক্তি এবং গল্প
লেখক মাহমুদ হাসান রানা
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
যে ভালোবাসার পিছনে কোনো স্বার্থ বা উদ্দেশ্য থাকে না সেটাই সত্যি কারের ভালোবাসা।
যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কথা বলে দেয়, কিন্তু পরে তারাই বেশি কষ্ট পায়।
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন, সেটা হলো মানুষের মন চেনা।
আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল। কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল।
রূপ নিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে? চরিত্র নিয়ে নিজেকে সাজাতে পারে কজন?
জীবনের চরম খারাপ মুহূর্তগুলোতে কেউ পাশে থাকুক আর না থাকুক, মা কিন্তু পাশে থাকবেই।
রাগ কমাতে শিখুন, কারণ এই রাগ এর জন্য অনেক সুন্দর সুন্দর সম্পর্ক গুলো শেষ হয়ে যায়।
জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই, চেষ্টা করুন, আর মনে রাখবেন, টিকিটের জন্য লাইনে শেষ ব্যাক্তিটাও একসময় কাউন্টারের সামনে এসে পৌঁছায়।
জীবনের সবকিছু অনিশ্চিত, আর শুধু মৃত্যুই নিশ্চিত।
আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু দিন শেষে সবাই এটা ভুলে যায় যে আমার নিজেরও একটা মন আছে।
তাকে ফিরিয়ে দিও না, যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে।
সেই শিক্ষার কোনো দাম নেই যে শিক্ষায় মনুষত্ব নেই।
যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয়ে থাকে, সেটাই হয়তো সবার আগে হারিয়ে যায়।
মূর্খের সাথে বন্ধুত্ব করোনা, সে হয়তো তোমার উপকারের চেষ্টা করবে, কিন্তু তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
মানুষকে ভালোবাসুন, অনেক বেশি ভালোবাসুন, কিন্তু কখনো তার কাছে কিছু আশা করবেন না।
বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, একবার বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথা মিথ্যা বলে মনে হয়।
সেই মানুষটির জন্য কখনো কাটবেন না, যে আপনার আবেগ, ভালোবাসা আর বিশ্বাসের সাথে খেলা করে।
বাবাদের চোখ থেকে কখনো পানি পড়ে না, কারণ তাদের চোখে পানি গুলো সবসময় ঘাম হয়ে বেরিয়ে যায়।
প্রিয় মানুষটিকে অনেক বেশি ভালোবাসবেন, কিন্তু সব সময় ভরসা করতে যাবেন না।
কিছু মানুষ আছে যারা সাপের থেকেও অনেক বেশি বিষাক্ত, সাপ কে দূর থেকে চেনা যায়, কিন্তু সে মানুষ গুলোকে দূর থেকে চেনা যায় না,
Comments
Post a Comment